এক নজরে বাশগাড়ী ইউনিয়ন
রায়পুরা, নরসিংদী।
১। ইউনিয়ন : বাশগাড়ী,
২। ইউনিয়নের আয়তনঃ : ১৫ বর্গকিলোমিটার
৩। উপজেলা : রায়পুরা
৪। জেলা : নরসিংদী
৫। মৌজা : চর মেঘনা ও বাশগাড়ী।
৬। প্রাথমিক বিদ্যালয় : ৬টি
৭। মাদ্রাসা : ৬টি
৮। মসজিদ : ২৬টি
৯। বাজার : ৪টি
১০। হাট : ১টি
১১। তফসিল অফিস : ১টি
১২। ব্যাংক : ১টি
১৩। বেসরকারী প্রাথমিক বিদ্যালয় : ১টি
১৪। মুক্তিযোদ্ধা : ৪২জন
১৫। লোক সংখ্যা: : ২১,৫০০জন, মোট ভোটার: ১৭২৯জন
১৬।রাস্তা : কাচা রাস্তা: ১৪কি: মি:, পাকা রাস্তা: ৩কি: মি:
১৭। আয়তন : ১৫ বর্গ কি: মি:
১৮। জমির পরিমান : ১৫০০হেক্টর।
১৯। এক ফসলী জমি : ৭৫০ হেক্টর।
২০। দুই ফসলী জমি : ৪৫০ হেক্টর।
২১। তিন ফসলী জমি : ১২ হেক্টর।
২২। ভূমিহীন : ৫৬০ জন।
২৩। প্রান্তিক চার্ষী : ১৬২০জন।
২৪। ক্ষুদ্রচাষী : ৩০০জন।
২৫। মাঝারী চাষী : ২০০জন।
২৬। বড় চাষী : ৫ জন।
২৭। শিক্ষার হার : ৬০%
২৮। প্রাত বর্গ কি:মি: এ লোকসংখ্যা : ১২৪৫জন।
২৯। কমিউনিটি ক্লিনিক : ২টি।
৩০। স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র : ১টি।
৩১। এনজিও : ৩টি।
৩২। ইউনিয়ন কমপ্লেক্স : ১টি।
৩৩। কবরস্থান : ৪টি।
৩৪। বি এস ক্যাম্প : ১টি
৩৫। পাওয়ার পাম্প (ডিজেল) : ৫২টি
৩৬। অগভীর নলকূপ (ডিজেল) : ৯২টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস